আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মাঠে ফিরলো চালা চাঁদের হাসি কিশোর ক্লাবের বিজয়ের উল্লাস। ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিত ফাইনাল খেলায় রোমাঞ্চকর লড়াই শেষে তারা বাসিদক্ষ ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।
পুরো ম্যাচে দুই দলই সমানতালে লড়াই করলেও ট্রাইব্রেকারে চালা চাঁদের হাসি কিশোর ক্লাবের গোলরক্ষক ও স্ট্রাইকারদের অসাধারণ পারফরম্যান্স তাদেরকে বিজয় এনে দেয়।
এই টুর্নামেন্টের আয়োজন করে দাদপুর সাহেবগঞ্জ সলংগা ক্লাব। খেলার মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক, যারা খেলা উপভোগ করে আনন্দে মেতে ওঠেন।
বিজয়ী দল, আয়োজক কমিটি, অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও আগত দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।