Home » সম্পাদকীয়

সম্পাদকীয়

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 0 মিনিট পড়েছেন

সময় এখন সচেতনতার
আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি। সমাজে নৈতিকতার অবক্ষয়, শিক্ষার মানহানি, দুর্নীতি ও বৈষম্যের মতো সমস্যা প্রতিদিন আমাদের সামনে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিচ্ছে। এ বাস্তবতায় দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস।

তৃণমূল মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরার লক্ষ্যেই তৃণমূল সংবাদপত্রের যাত্রা। এখানে আমরা বড় শহরের আলো ঝলমল খবরের বাইরে গ্রামবাংলার সমস্যাকে গুরুত্ব দিই, মানুষের সৎ প্রয়াসকে সামনে আনি। কারণ পরিবর্তনের শক্তি নিহিত আছে সাধারণ মানুষের মধ্যে।

আমরা বিশ্বাস করি—
“সত্য উচ্চারণই সাহস, আর সাহসই পরিবর্তনের মূল ভিত্তি।”

তৃণমূল এই দায়িত্ব নিয়েই এগিয়ে যাবে, মানুষকে সচেতন করবে এবং সমাজে আলো ছড়াবে।

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন