নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই এলাকার ক্রাউন রেডিমিক্স সিমেন্ট ফ্যাক্টরির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে থানায় নেওয়া হয়েছে।
নিহত সাজ্জাদ আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটাচলা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে কারখানার সামনে ক্রাউন সিমেন্টের একটি ট্রাকে সাজ্জাদ ঢিল মারেন। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। পরে চালক-হেলপারসহ কারখানার লোকজন মিলে সাজ্জাদকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ টেনেহিঁচড়ে কারখানার ভেতর নেওয়া হয়। রোববার সকাল ১০টার দিকে ক্রাউন রেডিমিক্স সিমেন্টের কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় স্থানীয়রা কারখানায় হামলা চালিয়ে একটি প্রাইভেটকার ও তিনটি মিক্সার গাড়ি ভাঙচুর করে। পুলিশ কারখানার ব্যবস্থাপক মুরাদ হোসেন, নিরাপত্তা প্রহরীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনূর আলম জানান, এ ঘটনায় রোববার রাত ৯টা পর্যন্ত মামলা হয়নি।
ঘরে দম্পতির মরদেহ
বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রাম থেকে থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনের দাবি, পারিবারিক কলহের জেরে স্ত্রী আকলিমাকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বপন মোল্লা। তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
শিশুপুত্রকে হত্যার অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মায়ের বিরুদ্ধে আব্দুর রহমান নামের দুই বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে কেরানীগঞ্জ মডেল থানার জৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই এলাকার আতিয়া শারমিন ও টুটুল মিয়ার একমাত্র সন্তান। টুটুল বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। এ কারণে সে ছেলেকে নিয়ে কয়েকদিন ধরে একই গ্রামে আমার শ্বশুরবাড়িতে থাকত। আমার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, নাকি তার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কেউ হত্যা করেছে, বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে।’
নিজ বাসায় যুবক খুন
চট্টগ্রামে নিজ বাসায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার এ ঘটনায় তাঁর স্ত্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ। নিহত মো. আকিবের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তিনি পাঠানিয়াগোদা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন। আটক দুজন হলেন আকিবের স্ত্রী পুষ্প ও সাইফুল ইসলাম।
সাতকানিয়া উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিরিচের আঘাতে নুরুল কবির নামের দিনমজুর নিহত হয়েছেন। শনিবার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনে গলাকাটা মরদেহ
শনিবার রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইকবালের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরে ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, শনিবার রাতের শিফটে ক্যাশিয়ার ইকবাল ও বিক্রয় সহকারী রতন মিয়া দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী আব্দুল রশিদ কাজে এসে অফিস কক্ষের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও একটি চাকু উদ্ধার করে। ঘটনার পর থেকে রতন নিখোঁজ।
ছুরিকাঘাতে যুবক খুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাশে ছুরিকাঘাতে মজনু মিয়া নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মজনু করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের খিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
করিমগঞ্জ থানার ওসি মাহবুব মোরশেদ জানান, একই গ্রামের ইসলাম উদ্দিন ও মজনুর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে মজনুর বাড়িতে হামলা হলে তিনি থানায় অভিযোগ দেন। এ বিষয়ে শুক্রবার বিকেলে থানার পাশের চায়ের দোকানে এসআই আব্দুল আলিম ও নোয়াবাদ ইউপির চেয়ারম্যান মোস্তফা কামালের উপস্থিতিতে মীমাংসার উদ্দেশ্যে দরবার চলছিল। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষের মধ্যে মজনুকে ছুরিকাঘাত করা হয়। পরে ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াত নেতা নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সানোয়ার হোসেন নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া করাতী বাড়িতে এ ঘটনা ঘটে। সানোয়ার ব্রহ্মপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।
সংঘর্ষে যুবক নিহত
পাবনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মণ্ডল নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চালককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কালীপদ সূত্রধর নামের এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় তিনজনকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার রাতে রায়টুটি ইউনিয়নের গোয়াড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরে জেলের মৃত্যু
ট্রলারে পৌঁছাতে দেরি করায় চার জেলেকে মারধর করেন ট্রলার মালিক মন্টু ফরাজি। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর মৎস্য বাজারে আল-আমিনের আড়তে এ ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত জেলে হেলাল হাওলাদার শুক্রবার মারা যান।
এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধাক্কায় নাজিম উদ্দীন নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
সেপটিক ট্যাঙ্কে শিশুর মরদেহ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে আট বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুরসালিন মিয়া বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকার মশিউর রহমান মুছার ছেলে। শনিবার রাতে মরদেহ উদ্ধারের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের তিন দিন পর শনিবার মিলন হোসেন নামের প্রতিবন্ধী কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন পটুয়াখালীর বাউফল উপজেলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে দোজা পীরের দরবারের দ্বিতীয়তলার পরিত্যক্ত কক্ষ থেকে রোববার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগরের কবুতরখোলা এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা কার্টনের ভেতর থেকে আনুমানিক সাত মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধির পাঠানো তথ্য)
“সুত্র: দৈনিক সমকাল”