7
ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে কামারখন্দ উপজেলা একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।
টানটান উত্তেজনা ও আপসহীন লড়াইয়ে ভরপুর ম্যাচে উল্লাপাড়ার হয়ে জয়সূচক গোলটি করেন হাসান। দুর্দান্ত নৈপুণ্যে খেলায় দলকে এগিয়ে নেয়ায় টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তাকে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত করে।
খেলা পরিচালনা করেন রেফারি আবু হানিফ। সহকারী রেফারি হিসেবে ছিলেন আলহাজ্ব ফিরোজ ইসলাম ও শাহিন ইসলাম। ধারাভাষ্য দেন দিনাজপুরের মোঃ খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মাহমুদ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ইতোমধ্যেই সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।