বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। প্রতিবাদে সংবাদটিকে তিনি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভিন্ন সময়ে কলেজ প্রশাসনকে অস্থিার করার চেষ্টা করছে। তারা নামে বে-নামে ছদ্মনামে এবং ভুয়া স্বাক্ষরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ দায়ের করে আসছে। ইতোমধ্যে অভিযোগগুলোর ভিত্তিতে গত ১৯ জুলাই পরিচালক (কলেজ ও প্রশাসন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নেতৃত্বে একটি টিম তদন্ত সম্পন্ন করেছে।
এছাড়াও গত ২৪ আগস্ট দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। যেখানে জেলার সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সিরাজগঞ্জ সরকারি কলেজের বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ প্রমাণিত না হওয়ায় কমিশনার নিষ্পত্তি বলে হাউসে ঘোষণা দেন এবং অভিযোগকারীকে এরূপ, ভিত্তিহীন, কাল্পনিক, তথ্য প্রদান না করার জন্য পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকের সাথে সদাচরণ করার পরামর্শও দেন।’