Home » বেলকুচিতে বাংলাদেশ ইসলামি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বেলকুচিতে বাংলাদেশ ইসলামি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওতাধীন গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ )মুফতি মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ:৫ (বেলকুচি- এনায়েতপুর -চৌহালী ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মোহাম্মদ নূরুন নবী।এছাড়াও বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতী মুহিবুল্লাহ, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মাওলানা রেজাউল করিম,এবং প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ।
মুফতী নুরুন নাবী বলেন, চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা। এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন,“জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন