নেত্রকোনা সংবাদদাতা:
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার অভিযোগ চার জনকে সাময়িক বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর গণছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার নতুন করে তিন জনকে এবং এর আগে আরো এক জনকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে গত বুধবারই আন্দোলনকারীরা গণছুটি ঘোষণা করেন।
ইতিপূর্ব থেকে পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির দাবিতে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচী পালন করেন।
এসব দাবির পরিপ্রেক্ষিতে নেত্রকোনার এজিএম প্রশাসন ও এইচ আরকে সাময়িক বরখাস্ত করে জোরপূর্বক পটুয়াখালী সংযুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার মেম্বার সার্ভিস কো-অর্ডিনেট (এইসি) মো. ওমর ফারুক, জুনিয়র ইঞ্জিনিয়ার (ওঅ্যান্ডএম) মো. আবু হাসান, বিলিং সহকারী জ্যাকুলিন বাশারসহ মোট তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়। সবশেষ এ ঘটনায় ৮০৯ জন কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্ট কালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।