বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক স্কুলগুলোতে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন। এ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক স্কুলে এ সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকগণ এ সাউন্ড সিস্টেম গ্রহণ করেন। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এম এম আবু জুবায়ের, মহসিন রেজা, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ফজলুল করিম মিল্টন, এমএম আনোয়ারুল হক, এমএম আমিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
9
পূর্ববর্তী পোস্ট