Home » সিরাজগঞ্জে এডিস মশার প্রভাব বিস্তার ডেঙ্গু রোগে আক্রান্ত ২৮

সিরাজগঞ্জে এডিস মশার প্রভাব বিস্তার ডেঙ্গু রোগে আক্রান্ত ২৮

লার্ভা পাওয়া গেছে এডিস মশার

0 মন্তব্য গুলি 9 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এডিস মশার প্রভাব বিস্তার ঘটছে। এ মশার কামড়ে আরো ২৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫৩ জন এবং একাধিক স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এতে স্বাস্থ্য বিভাগ অনেকটাই তৎপর হয়ে উঠেছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ২ নারীসহ ২৫৩ জন এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং এরমধ্যে ২২৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্তরা শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিক্যাল হাসপাতাল, খাঁজা ইউনুস আলী, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ পৌরসভা, কাজিপুর ও রায়গঞ্জে এ ডেঙ্গু রোগের এখন প্রার্দুভাব বেশি। এদিকে কয়েক সপ্তাহ আগে সিভিল সার্জন অফিসের কীট তথ্য বিভাগ সিরাজগঞ্জ সদর হাসপাতাল রোডে মটোর যান গ্যারেজসহ পৌর এলাকার একাধিক স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ইতিমধ্যেই এ নিয়ে কীট তথ্য বিভাগ গবেষণা শুরু করেছে এবং সিভিল সার্জন অফিস থেকে এডিস মশার লার্ভা প্রতিরোধে সিরাজগঞ্জ পৌরসভাসহ সবকয়টি পৌরসভায় দিক নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ট্রাক, বাস গ্যারেজ, ফুলের টপ, জলাশয়, ড্রেন, টায়ার, ডাবের খোসা ও জমানো পানি থেকে এডিস মশার প্রভাব বিস্তার ঘটে থাকে। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এডিস মশা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ও হচ্ছে। বিশেষ করে পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩টি টিম গঠন করা হয়েছে। এ টিমের নেতৃত্বে যথানিয়মে এডিস মশা নিধনে স্প্রে করা হয়েছে ও হচ্ছে। এ মর্মে পৌর এলাকায় মাইকিংও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদকঃ এস,এম তফিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন