বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার “তৃণমূলের সংবাদ ডটকম” পরিবারের পক্ষ থেকে অত্র জেলার সকল উচ্চ বিদ্যালয়ে ২টি শাখায় (ক ও খ) একটি রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। যেখানে ৯ম ও ১০ম শ্রেণী “ক” শাখা এবং ৬ষ্ঠ, ৭ম, ও ৮ম শ্রেণী “খ” শাখা হিসেবে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। “তৃণমূলের সংবাদ ডটকম”-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগীতায় জেলার সকল স্কুল পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
৯ম ও ১০ম শ্রেণীর স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা “ক” গ্রুপ এবং ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা “খ” গ্রুপে অংশগ্রহণ করতে পারবে।
“ক” গ্রুপের বিষয়ঃ
“আমাদের প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ)। ” (অনধিক ২০০ শব্দ)।
“খ” গ্রুপের বিষয়ঃ
মানবতার ইহকালীন কল্যান ও পরলৌকিক জীবন মঙ্গলময় করার জন্য, “রাসূল (সঃ) প্রদর্শিত
পথ অনুসরণই সর্বোত্তম পথ। (অনধিক ৪০০ শব্দ)।
অংশগ্রহণকারীরা আগামী ০৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে “তৃণমূলের সংবাদ ডটকম” এর অফিসে এসে অথবা ই-মেইল: trinomulersongbad@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।
ধন্যবাদান্তে
এ্যাড: শহীদুল ইসলাম সরকার
সম্পাদক ও প্রকাশক
তৃণমূলের সংবাদ ডটকম
অনলাইন দৈনিক।
ই-মেইল: shohidsarker@gmail.com (ব্যক্তিগত)
মোবাইল: 01711-908055 (ব্যক্তিগত)