Home » জেলায় জেলায় জাপা কার্যালয় ভাঙচুর-আগুন

জেলায় জেলায় জাপা কার্যালয় ভাঙচুর-আগুন

নুরের ওপর হামলার প্রতিবাদ

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 6 মিনিট পড়েছেন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় একদল বিক্ষোভকারী এ ঘটনা ঘটায়। জাতীয় পার্টি দাবি করেছে, গত শুক্রবারের ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে গণঅধিকার পরিষদ।

এদিকে, ভাঙচুর ও অগ্নিসংযোগ থামাতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ধাওয়া দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গণমাধ্যমের দুই কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং গণপরিষদ নেতাকর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচিতেও কোথাও কোথাও পুলিশের সঙ্গে নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে দলটির একজন নেতা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ওই এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল করে। এর কিছুক্ষণ পরই একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের একটি দল কার্যালয়ের নিচতলায় ভাঙচুর শুরু করে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ভাঙচুর করা হয়। একপর্যায়ে ভবনটির নিচতলার একটি কক্ষে থাকা কিছু বই, ব্যানার ও আসবাব সামনে এনে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ জলকামানের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

banner

এ হামলার জন্য জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন। তিনি কালবেলাকে বলেন, বিকেলে আমাদের সংবাদ সম্মেলন শেষে কার্যালয় থেকে চলে আসি। কিন্তু সন্ধ্যায় গত শুক্রবারের ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কার্যালয়ের নিচতলার কক্ষের তালা ভেঙে মালপত্র বাইরে ফেলে দেওয়া হয়। ভেতরে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এমনকি দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মুর্যাল ভেঙে ফেলা হয়েছে।

তিনি বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করব।

অবশ্য গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কালবেলাকে বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল করে ওই এলাকা থেকে (কাকরাইল) চলে আসি। এরপর শুনেছি বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে। এর সঙ্গে গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী জড়িত নন।’

এদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, গণঅধিকার পরিষদের একটা কর্মসূচি ছিল। এরপর একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ হামলাকারীদের সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, পুলিশ প্রথম থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। হঠাৎ ৭-৮ জন অন্য একটি রাস্তা দিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়। আমরা জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা। ওই ঘটনার পর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিলের কর্মসূচি শেষে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে দলটির নেতারা প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে। ওই সময় দলের সভাপতি নুরুল হক নুর লাঠিপেটায় গুরুতর আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে দলটি। কেন্দ্রীয়ভাবে বিকেলে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে দলটি। একপর্যায়ে গণঅধিকার পরিষদ ও ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা বিকেল ৪টা থেকে কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। জুলাই মঞ্চর নেতাকর্মীরা রাস্তায় শুয়ে পড়েন। এ সময় পল্টন মোড় থেকে কাকরাইল অভিমুখী সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণঅধিকারের কর্মসূচিতে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যরা সংহতি জানিয়ে বক্তব্য দেন। তারা নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে (জাপা) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, গতকালের (শুক্রবার) ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে। এ ছাড়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি আলরাজি কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয়। একপর্যায়ে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গণঅধিকারের সমাবেশের কর্মসূচি শেষ হওয়ার পর পল্টন মোড় থেকে কাকরাইল অভিমুখী সড়কে দুপাশের যান চলাচল স্বাভাবিক হয়।

সিএমপি কার্যালয় ঘেরাও : নুরুল হক নুরসহ নেতাকর্মীদের লাঠিপেটা করার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ঘেরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের নেতাকর্মীরা। তখন দামপাড়া পুলিশ লাইন্সের মূল ফটক ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এর আগে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সিডিএ অ্যাভিনিউ অবরোধ করেন গণঅধিকারের নেতাকর্মীরা। পরে দুপুর ২টার দিকে মিছিল নিয়ে নগরের দামপাড়ায় সিএমপি কার্যালয়ের মূল ফটকের সামনে চলে যান তারা। বিকেল তিনটায় কর্মসূচি শেষ হয়।

এ ছাড়া চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট মোড়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন দলের উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন। বিক্ষোভে এনসিপি চট্টগ্রাম মহানগর সমর্থন জানায়। বিক্ষোভকারীদের কয়েকজন জানান, জি এম কাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এর আগে দুপুর ১২টা থেকে সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের ভ্রাম্যমাণ ডিভাইডারগুলো সরিয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে, নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ অবরোধ ও বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। দুই পাশে আটকা পড়ে মালবাহী ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন। তৈরি হয় ভোগান্তি। পরে প্রশাসনের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়ক ছাড়েন গণঅধিকার পরিষদের অনুসারীরা। এতে স্বাভাবিক হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।

দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময় দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১টার সময় শহরের চাড়ুবাবুর মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর সোয়া ১২টার সময় দিনাজপুরের সদর হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে গণঅধিকার পরিষদ। গোপালগঞ্জে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার রাতে সিলেটে মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রাজশাহীতে শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নগরীর গণকপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

এ ছাড়া ময়মনসিংহ, ফেনী, মুন্সীগঞ্জ, নড়াইল, পটুয়াখালী, সুনামগঞ্জ, সাতক্ষীরা, নোয়াখালী, ঝালকাঠি, পটুয়াখালীর গলাচিপাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ: নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্স। গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসভবনের সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

“সুত্র: দৈনিক কালবেলা”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন