বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার উত্তর ওয়াবদাবাঁধ মহল্লায় স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামী মজনু পারভেজ (৩৫) আত্মহত্যা করেছে। সে ওই মহল্লার সাত্তার মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কলহ ও অভাব অনটনের জের ধরে প্রায় ৩ মাস আগে মজনুর স্ত্রী রোকসানা সন্তানদের রেখে তার বাবার বাড়িতে চলে যায়। পরিবারের লোকজন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয় এবং স্ত্রী ফিরে না এসে কয়েকদিন আগে স্বামীকে ডিভোর্স দেয়। বৃহস্পতিবার বিকেলে ডাকপিয়ন ডিভোর্স লেটার স্বামীর কাছে দিয়ে যায়। এতে স্বামী মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং শনিবার ভোরে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।
তাড়াশে স্ত্রীর ডির্ভোস লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা !
9
পূর্ববর্তী পোস্ট