Home » উল্লাপাড়ায় সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু

উল্লাপাড়ায় সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোহালা নদীতে সংঘর্ষে অনুশীলন বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই উপজেলার চাকসা গ্রামের রহিচ উদ্দিন (৪৩) ও নুরুল ইসলাম (৩৭)। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত নদীতে শুক্রবার প্রায় দিনভর মায়ের দোয়া নামে বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অনুশীলন করছিল। এ অনুশীলন শেষ করে সন্ধ্যার দিকে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে ইঞ্জিন চালিত একটি নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে ওই ২ জন নিখোঁজ হয় এবং আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বহু খোঁজাখুঁজির পর শনিবার ভোর রাতে ওই নদী থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন