প্রতিবেদক – এ্যাডঃ মিঠুন রহমান
আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
টুর্নামেন্টকে সুষ্ঠু, সুন্দর, সফল ও জাঁকজমকপূর্ণ করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক পরামর্শ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলার সিনিয়র খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ নূরে এলাহী। তিনি টুর্নামেন্টের সুষ্ঠু পরিচালনা, খেলোয়াড়দের নিরাপত্তা ও দর্শকদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
এদিকে আসন্ন টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমী সিরাজগঞ্জবাসীর মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।