বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি মহল্লার চুরির ঘটনায় ১৫ ভরি স্বর্নালংকার উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, একই এলাকার রেলওয়ে কলোনী মহল্লার শাহাদৎ হোসেন ওরফে কুটুম (৪০) ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইছাপুর গ্রামের সবুজ মিয়া (৩৫)। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ আগষ্ট রাতে ওই মহল্লার রেজাউল করিম রোকনির বাসায় চুরি হয়। চোরেরা তার বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ন চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার পরিপ্রেক্ষি পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফের তত্বাবধানে শহরের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যর ভিত্তিতে উল্লেখিত স্বর্নালংকার উদ্ধার করা হয় এবং এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
4