Home » সিরাজগঞ্জ-০৬ আসন পুনর্বহাল হলে, দূর্ভোগ থেকে মুক্তি পাবে চরাঞ্চলবাসী।

সিরাজগঞ্জ-০৬ আসন পুনর্বহাল হলে, দূর্ভোগ থেকে মুক্তি পাবে চরাঞ্চলবাসী।

উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

0 মন্তব্য গুলি 115 জন দেখেছে 3 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিনিধি:
যমুনা বিধৌত সিরাজগঞ্জ-০৬ আসন (চৌহালী ও শাহজাদপুরের পূর্বাংশ) পুনর্বহালের দাবী উঠেছে। এ দাবী বাস্তবায়নে ওই নির্বাচনী এলাকায় জনসাধারণের পক্ষে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের আহব্বায়ক এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার ইতিমধ্যোই প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ অভিযোগ করেছেন। শীঘ্রই এ অভিযোগ কমিশন আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ৭টি সংসদীয় আসন বিদ্যমান ছিল, এরমধ্যে সিরাজগঞ্জ-০৬ আসনটি চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্বাংশ (কৈজুরী, সোনাতনী, জালালপুর ও খুকনী ইউনিয়ন) নিয়ে গঠিত হয়েছিল এবং ১৯৮৪ সালের এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। এ সীমানায় ১৯৮৬, ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু যমুনা বিধৌত এ আসনের ভোটারদের দুঃখ-কষ্টের শেষ নাই। এ দুঃখ-কষ্টের বিষয় ২০০৮ সালে ১/১১ সরকার ২০৭৬ সালের সীমানা নির্ধারণ সংক্রান্ত অধ্যাদেশের ৬ ধারা উপেক্ষা করে ৮ ধারা মোতাবেক এ আসন পুনর্বিন্যাস করে সিরাজগঞ্জ-০৬ আসনটি বিলুপ্ত করে চৌহালী উপজেলাকে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি ও চৌহালী) আসনে অন্তর্ভূক্ত করা হয়।

এ কারণে যমুনা চর এলাকার মানুষ দীর্ঘ ১৭ বছর ভাগ্য উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সিরাজগঞ্জ-০৫ আসনটির আয়তন ৪০০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৫,৫০,০০০ এবং ভোটার সংখ্যা প্রায় ৪,০০,০০০। এ রাক্ষুসী যমুনা ঘিরে ভৌগলিক অবস্থান হিসেবে দক্ষিণে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা, দক্ষিণ-পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলা, পূর্বের টাঙ্গাইল জেলার নাগরপুর, কালীহাতী, টাঙ্গাইল সদর উপজেলা এবং উত্তরে সিরাজগঞ্জ জেলা সদর, কড্ডার মোড় এলাকা এই আসনের প্রায় শেষ সীমানা। এক্ষেত্রে বেলকুচি উপজেলার একাংশ চৌহালী উপজেলার পুরো যমুনা ঘিরে ভৌগলিকভাবে যমুনার নদীর বিধ্বস্ত একটি অবহেলিত জনপদ-এই চৌহালী। এ দুঃখ-দুর্দশা ভরা আসনটি দক্ষিণ সীমান্ত চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়ন থেকে বেলকুচি উপজেলার উত্তর সীমানার প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত চর বালু ও বিস্তৃত। এ আসনে সম্প্রতি প্রকাশিত জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী নির্বাচন কমিশন ১২ টি চিত্র মানদন্ডে সীমানা পুননির্ধারণ করেছেন। কিন্তু এ মানদন্ডের লক্ষ করা যায় সংশ্লিষ্ট জনগণের সেবা-সুবিধা/অসুবিধা ভৌগলিক বৈশিষ্ঠ্য রয়েছে। এ বৈশিষ্ঠ্যে যেমন যমুনা নদী পারাপারে চরম দূর্ভোগ অব্যাহত রয়েছে যমুনা পাড়ের মানুষের।

 

banner

মানববন্ধনের কিছু চিত্র

এজন্য এ আসনের সচেতন নাগরিকগণ দাবী করছেন, ১৯৭৬ সালের অধ্যাদেশের ৬ ধারা অনুসরণ পূর্বক উপরোক্ত ২টি মানদন্ড বিশেষ বিবেচনায় এনে সাবেক সিরাজগঞ্জ-০৬ আসনটি পুনর্বহাল করা হোক। এ দাবী বাস্তবায়নে এলাকায় বহু সংগ্রাম, বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তবে অজ্ঞাত কারণে সেই সময় জনস্বার্থে এ দাবী বাস্তবায়ন হয়নি। ইতিমধ্যেই চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের এ জনগূরুত্বপূর্ণ আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন এবং এ দাবী বাস্তবায়নের জন্য জোর আবেদনও করছেন।

বিশেষ করে ওই এলাকায় এ আবেদন বাস্তবায়নে চৌহালী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহফুজা খানম, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট হুমায়ুন কবীর, থানা বিএনপির সাবেক সেক্রেটারী জাহাঙ্গীর আলম, থানা বিএনপির কৃষক দলের বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস সিকদার, ছাত্রদল নেতা সাব্বির সরকার, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবুল সরকার, এনায়েতপুরের বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন উদয় মেম্বার, চৌহালী স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বি.এস.সি, বিএনপি নেতা মনোয়ার চৌধুরী ওরফে বাবু চৌধুরী, সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার প্রমূখ বিশিষ্টজনেরা এই যমুনা বিধৌত সিরাজগঞ্জ-০৬ আসন পুনর্বহালের দাবী জানান। তারা বলছেন এ আসনটি পুনর্বহাল হলে বিশেষ করে যমুনার চরাঞ্চলে দুঃখ-কষ্টে ভরা ভোটাররা মুক্তি পাবে এবং লাঘবের সৃষ্টি হবে তাদের জীবনের। সেই সাথে তাদের চলমান জীবনের উন্নয়ন ঘটবে। এজন্য আসনটি পুনর্বহাল প্রয়োজন রয়েছে এবং এ নির্বাচনী এলাকার জনগণের ন্যায্য দাবী বলে উল্লেখ করেন। জানা গেছে সিরাজগঞ্জ-০৬ আসন পুনর্বহালের দাবীতে ৩ শতাধিক আবেদন জমা পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে ২৬শে আগস্ট অপরাহ্নে তৃণমূলের সংবাদের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সঠিক পরিসংখ্যান জানাতে অপারগতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন