বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া খাঁ পাড়া গ্রামে গৃহবধু রঞ্জনা খাতুনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ নির্মম হত্যাকান্ডে মাদকাসক্ত স্বামী ইব্রাহিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুস সাত্তার সরকারের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের ওই দম্পত্তির মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জের ধরে রোববার রাতে স্বামী ইব্রাহিম তার স্ত্রী রঞ্জনা খাতুনকে কুপিয়ে হত্যা করে এবং সে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে এবং মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে নিহতের লাশ শহীদ এম, মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।
সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা মাদকাসক্ত স্বামী গ্রেফতার
6
পূর্ববর্তী পোস্ট
1 মন্তব্য
news er kono quality nai . aga gora kichui bojha jayna