Home » উল্লাপাড়ায় কবর স্থান থেকে সাত কংকাল চুরি পুলিশের তদন্ত শুরু

উল্লাপাড়ায় কবর স্থান থেকে সাত কংকাল চুরি পুলিশের তদন্ত শুরু

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর কয়রা ও নগর কয়রা গ্রামের যৌথ কবরস্থান থেকে ৭টি কংকাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত যৌথ গ্রামের কবরস্থানে শুক্রবার ভোরে ওই গ্রামের রুবেলের কবর জিয়ারত করতে আসেন তার বাবাসহ পরিবারের লোকজন। এ সময় তার বাবা নজরুল ইসলাম কবরের মাটি সরানো দেখতে পান এবং কবরের ভেতরে ছেলের কংকালও নেই। একই সময় ওই গ্রামের হারুন অর রশিদসহ ৭ জনের কবর খুঁড়ে কংকাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, যৌথ গ্রামের কবরস্থান কর্তৃপক্ষ এ ঘটনা জানান এবং ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যেই সংঘটিত কংকাল চুরির ঘটনায় তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন