বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দূর্ঘটনায় আহত প্রধান শিক্ষক আমির হোসেন বাবু (৫৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কাজিপুর উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার বেলতৈল এলাহী বক্স রিয়াজ উদ্দিন উচ্চ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্প্রতিবার সকালে ওই প্রধান শিক্ষক স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় রৌহাবাড়ী চারমাথা নামকস্থানে বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে তিনি মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
কাজিপুরে সড়ক দূর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু
4