Home » সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিবাদ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ১৮১তম গণশুনানী।

সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিবাদ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ১৮১তম গণশুনানী।

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিনিধি:

সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিবাদ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ১৮১তম গণশুনানী।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলার আয়োজন ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও মডেরেটর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে শুনানী গ্রহণ করেন দূদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকাবর আজিজী।
সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত চলে শুনানী। সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত ৩৬টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ১৪০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দূদকের তফশীল ভুক্ত ১০৫ টি অভিযোগ আমলে নিয়ে শুনানী গ্রহণ করা হয়। শুনানী শেষে অভিযোগের মধ্যে যেগুলো নিষ্পতি যোগ্য সেগুলো অনুষ্ঠানেই সেবা দাতা ও সেবা গ্রহিতাদের উপস্থিতিতেই নিষ্পতি বা খারিজ করা হয়। এছাড়া যেগুলো তদন্তের প্রয়োজন সেগুলো পরবর্তী তদন্তের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গণশুনানী অনুষ্ঠানে সেবা দাতা সেবা গ্রহিতা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন