তথ্যপ্রযুক্তির এই যুগে খবর আর কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ নেই। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের প্রান্তিক এলাকা—সবখানেই মানুষের দুঃখ-দুর্দশা, সাফল্য-অর্জন ও নিত্যদিনের সংগ্রাম যেন আড়ালে থেকে যায়। মূলধারার বড় সংবাদমাধ্যমগুলো সচরাচর সেই কণ্ঠস্বরগুলোকে তুলে ধরে না, যেগুলো সত্যিকার অর্থে আমাদের সমাজের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করে। আর সেখানেই আমাদের দায়িত্ব—তৃণমূলের কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসা।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতার আসল শক্তি হলো মানুষের কথা বলা। কৃষকের ন্যায্য দাম না পাওয়া, শ্রমিকের বঞ্চনা, শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ কিংবা তরুণদের নতুন উদ্যোগ—এসবই সমাজকে বদলে দেওয়ার গল্প। এসব গল্প যতবার বলা হবে, ততবারই সমাজে নতুন চেতনা জাগ্রত হবে।
তৃণমূল অনলাইন পত্রিকা প্রতিশ্রুতি দেয়, আমরা কোনো ক্ষমতার কাছে নত হব না, কোনো ভয়-ভীতি বা প্রলোভনে সত্য গোপন করব না। পাঠকের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি, আর সেটি আমরা অর্জন করতে চাই সততা, সাহস ও নিরপেক্ষতার মাধ্যমে।
আমাদের লক্ষ্য একটাই—“সংবাদ হবে জনগণের, ক্ষমতার নয়।” এ যাত্রায় আমরা পাঠক, লেখক, নাগরিক সমাজ—সবার সহযোগিতা চাই। আপনাদের ছোট ছোট অভিজ্ঞতাই হতে পারে বড় পরিবর্তনের বীজ। আসুন, তৃণমূল থেকে সত্যের আলো ছড়িয়ে দিই।