বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুবক আবু কাছির হাসান হীরাকে (৩০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে রায়গঞ্জ উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের আব্দুস সাত্তার ভুইয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৬ সালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১০ম শ্রেণির ছাত্রীর সাথে পাশ্ববর্তী রায়গঞ্জ উপজেলার আবু কাছির হাসান হীরার মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি আসামি নুরনবীর সহায়তায় আবু কাছির হাসান হীরা কিশোরীকে বগুড়ার মোমিন পার্কে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্কের একটি কক্ষে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এভাবে বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে হীরা অস্বীকার করে। এ ব্যাপারে ২০১৯ সালের ১৬ জুন ওই ছাত্রী বাদী হয়ে আবু কাছির হাসান হীরা ও নুরনবীকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ মামলার তদন্ত শেষে পুলিশ হীরার বিরুদ্ধে চাজর্শীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন এবং অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
5
পূর্ববর্তী পোস্ট