বাংলাদেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের নামজাদা অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি তিনি মডেল, শিক্ষক এবং গায়কও বটে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। ভৌগোলিক সীমানা, কাঁটাতার পেরিয়ে দুই বাংলার সিনেমাশিল্প যেন বরাবরই একসূত্রে গাঁথা। যত সমস্যাই আসুক না কেন, ভারতের শিল্পীরা যেমন আমাদের দেশের সিনেমায় অভিনয় করেছেন, তেমনই বাংলাদেশের শিল্পীদেরও দেখা গেছে টালিগঞ্জের ছবিতে। সেই তালিকার অন্যতম নাম চঞ্চল চৌধুরী। টলিউডে যে কটি ছবিতে কাজ করেছেন, সবগুলোতেই দক্ষ অভিনেতা হিসেবে নিজস্ব সাক্ষর রেখেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার শিল্পীমহলেও চঞ্চল বরাবরই সমাদৃত।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে টলিপাড়ার মেধাবী নির্মাতা ব্রাত্য বসুর নতুন সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তবে এটা কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই গুঞ্জনকে পরিষ্কার করে দিলেন চঞ্চল। জানালেন, ব্রাত্য বসুর নতুন একটি সিনেমায় অভিনয়ের চূড়ান্ত আলাপ আছে। এর বাইরে আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে।
চঞ্চল চৌধুরী জানালেন, বর্তমানে তিনি কলকাতাতেই রয়েছেন। সম্প্রতি আমেরিকায় ডালাসে অষ্টম বাংলা চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি। সেখানে এই অভিনেতার ‘পদাতিক’ সিনেমাটি প্রদর্শিত হওয়ার পাশাপাশি তাকে লালগালিচায় সংবর্ধনা দেওয়া হয়। আমেরিকা থেকে সরাসরি কলকাতায় আসেন চঞ্চল। উদ্দেশ্য ব্রাত্য বসুর সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া এবং আরও কয়েকটি প্রকল্প নিয়ে কথা এগিয়ে নেওয়া। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন ব্রাত্য বসু। নাম রাখা হয়েছে। আগামী অক্টোবরেই মুভিটির শুটিং শুরু হওয়ার কথা। এর বেশি এই সিনেমা নিয়ে কথা বলা যাবে না বলে জানালেন চঞ্চল।
তবে চঞ্চল বেশি কিছু না বললেও নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি মুখ্য চরিত্রে রয়েছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। আর নায়কের ভূমিকায় চঞ্চল। এ ছাড়া রয়েছেন পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামী। বর্তমান সময়ের অশান্ত পরিস্থিতি নিয়ে বার্তা থাকবে চিত্রনাট্যে।
সুত্র: দেশ রুপান্তর