দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তিতে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আবেদন নাকচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশন সভায় আবেদনটি নাকচ করা হয়েছে বলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিএসই তাদের ৩৫ শতাংশ ব্লকড শেয়ার ডিএসইতে তালিকাভুক্ত করার আবেদন করেছিল। কিন্তু পাঁচ কারণে সিএসইসির সে আবেদন নাকচ করে দেওয়া হয়। কারণগুলো হলো-সরকারি মালিকানাধীন কোম্পানি ব্যতীত অন্য কোন কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তিতে নিষেধাজ্ঞা, ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫ শতাংশ পাবলিক প্লেসমেন্ট এর মাধ্যমে অফলোড বা তালিকাভুক্ত এর বিষয়টি ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’ এর সাথে সাংঘর্ষিক হওয়া, সিএসইর মূল ব্যবসা হতে পরিচালন মুনাফা না থাকা, আবেদনের সহিত ইনফরমেশন ডকুমেন্ট বা প্রসপেক্টাস সংযুক্ত না করা এবং পরিচালনা পর্ষদ সভা ও শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত না করা।