ক্রিকেট ইতিহাসে দ্রুততম গতিতে বল করে কিংবদন্তি হয়ে আছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় শাই হোপের ৯৪ বলের ১২০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২৯৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৯.২ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয় পাকিস্তান। ২০২ রানের বিশাল ব্যবধানে হেরে ৩৪ বছর পর ২-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে সিরিজ হারের পর অবশেষে সিরিজ জিতল ক্যারিবীয়রা। এর আগে ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল উইন্ডিজ।
অথচ এই ওয়েস্ট ইন্ডিজ মাত্র কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ২৭ রানে অলআউট হয়েছিল।
দলের এমন বড় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলের তীব্র সমালোচনা করেছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
তিনি বলেন, ‘মাইক হেসন ভালো টি-টোয়েন্টি কোচ। কিন্তু ওয়ানডেতে তার গুণাগুণ কী, আমি জানি না। এই ফরম্যাটে মানসম্পন্ন খেলোয়াড় না খেলালে ফল এমন হবে। আপনার দলে যদি প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার ও স্পিনার না থাকে, তবে ৫০ ওভার পূর্ণ করা সম্ভব হবে না। এই ফরম্যাটে আপনি কোনোভাবে টিকে যেতে পারবেন না।’
শোয়েব আখতারের মতে, পাকিস্তানের ব্যর্থতার মূল কারণ ভুল নীতি, খেলোয়াড়দের ব্যর্থতা নয়। তিনি বলেন, ‘এটা খারাপ নীতির ফল, খেলোয়াড়দের দোষ নয়। পেসবান্ধব উইকেটে আপনার খেলোয়াড়দের দুর্বলতা সবসময় প্রকাশ পাবে। এখন এই পুনর্গঠন প্রক্রিয়াকে নতুন নামে ডাকা হচ্ছে- কম্বিনেশন।’
শোয়েব আখতার বলেন, ‘কৃতজ্ঞতা যে, প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক এখানে ছিল না। এমন কন্ডিশন যেখানে থাকবে, আমাদের খেলোয়াড়রা ধরা পড়বে।’
সূত্রঃ যুগান্তর