Home » মির্জা মোস্তফা জামান- জীবন বৃত্তান্ত

মির্জা মোস্তফা জামান- জীবন বৃত্তান্ত

0 মন্তব্য গুলি 54 জন দেখেছে 4 মিনিট পড়েছেন

মির্জা মোস্তফা জামান পিতা: মরহুম মির্জা মোরাদুজ্জামান, সাবেক জাতীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ সদর-০২), প্রতিষ্ঠাকালীন সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি।

রাজনৈতিক উদ্দ্যেশ্য:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও দেশীয় সার্বভৌমত্বের প্রতি অকৃত্তিম ভালবাসা। বহুদলীয় গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা, দলীয় গঠনতন্ত্র, রাখাল রাজার আদর্শ এবং গণমানুষের অধিকার আদায়ে দেশনেত্রীর আপোষহীনতার প্রতি অকৃত্তিম শ্রদ্ধাবোধ এবং বাংলার লাখ-কোটি তরুণদের রাজনৈতিক পথ- প্রদর্শক ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা, ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ গড়ার অদম্য মাস্টার-মাইন্ড, কর্মময়, ক্ষুধাহীন এবং সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ বিনির্মানের গর্বিত সিপাহশালার দেশনায়ক জনাব
তারেক রহমানের আদর্শ, নীতি এবং দিক -নির্দেশনার প্রতি শতভাগ আস্থা রেখে প্রত্যক্ষ অংশ গ্রহণের মাধ্যমে দেশ, মাটি এবং দেশের মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা।

রাজনৈতিক সার-সংক্ষেপ:-
১. সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, সিরাজগঞ্জ (২০১৭-চলমান) ২. যুগ্ম-আহবায়ক, জেলা বিএনপি, সিরাজগঞ্জ (২০০৯-২০১১ খ্রি:) ৩. আহবায়ক, সর্বদলীয় ছাত্র ঐক্য, সিরাজগঞ্জ জেলা শাখা (২০০৪-২০১০ খ্রি:) ৪. ছাত্র বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, সিরাজগঞ্জ (২০০৩-২০০৬ খ্রি:) ৫. সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি (২০০২-২০১১ খ্রি:) ৬. সভাপতি, জেলা ছাত্রদল, সিরাজগঞ্জ (২০০২-২০১১ খ্রি:) ৭. যুগ্ম-আহবায়ক, জেলা ছাত্রদল, সিরাজগঞ্জ (২০০১-২০০২ খ্রি:)।

বিশেষ যোগ্যতা:-
১. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শকে বুকে ধারন, লালন, পালন এবং অনুসরন করা। ২. ৯০ এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নব্য স্বৈরাচার ও গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনরত নেতা ও কর্মীদের সাহস যোগানো, মনোবল বৃদ্ধি, আন্দোলনে উৎসাহ প্রদান এবং ব্যক্তিগত দক্ষতা, শ্রম, মেধা এবং অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে আন্দোলন সফল ও সার্থক করতে সর্বাত্বক প্রচেষ্টা চালানো।
৩. উর্দ্ধতন নেতৃবৃন্দের দিক-নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিটের নেতাদের সাথে মোবাইল, হটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং প্রয়োজন অনুযায়ী স্ব- রীরে উপস্থিত হয়ে দলীয় নির্দেশনা তৃনমূল পর্যন্ত পৌঁছে দেয়াসহ নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
৪. দলীয় প্রতিটি ইউনিট এবং তৃনমূল নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা।

banner

৫. সততা ও নিষ্ঠার সাথে নিজের অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করা। দলীয় নীতি ও শৃংঙ্খলার প্রতি অসীম শ্রদ্ধাবোধ জ্ঞাপন করা।

রাজনৈতিক বর্ণনা:-
মামলা:
মোট মামলা সংখ্যা: ৪০ টি চলমান মামলা সংখ্যা: ৩৫ টি নিষ্পত্তিকৃত মামলা সংখ্যা : ০৫ টি।

নির্যাতন, গ্রেফতার এবং কারাবরণ:-
১৯৯৬-২০০০ ইং সাল পর্যন্ত আওয়ামী শাসন আমলে আন্দোলন করতে গিয়ে আওয়ামীলীগ ও পুলিশ বাহিনী দ্বারা বারংবার নির্যাতন ও গ্রেফতারের স্বীকার হওয়া। 💢২০০৭ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ আহুত লগি-বৈঠা আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করা অবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা মারাত্বক হামলার শিকার হওয়া। 💢২০১৪ সালে আওয়ামীলীগের এক তরফা নির্বাচন ও আওয়ামী বিরোধী গণতন্ত্র রক্ষার আন্দোলন করতে গিয়ে বিনা ভোটের অবৈধ জাতীয় সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্নার বাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার, নির্যাতন ও কারাবরণ করতে হয়।
২০০০ সালে আওয়ামী সরকার বিরোধী মিছিলে পুলিশি নির্যাতনের শিকার হয়ে কারবরণ।
💢২০২১ সালের ৩০ ডিসেম্বর সারা দেশব্যাপী আপোসহীন নেত্রী মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে জনসমাবেশকে কেন্দ্র করে নব্য স্বৈরাচার, জুলুমবাজ গণহত্যাকারী ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নির্যাতন ও হামলার শিকার এবং ২০২২ সালের ১৩ মার্চ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করা।

সংগ্রামী জীবনের বর্ণনা:-
২৮ শে অক্টোবর’২৩ আগে ও পরে ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী প্রতিটি আন্দোলনে রাজশাহী / রংপুর বিভাগীয় লং মার্চ সমাবেশ এবং সর্বশেষ ঢাকা বিভাগীয় মহাসমাবেশে ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা রাজপথে পুলিশি হামলার শিকার এবং পরবর্তী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মুঠোফোন এবং স্কাইপে বারংবার দিক-নির্দেশনায় আমিসহ সকল নেতৃবৃন্দ আন্দোলন করতে গিয়ে সারাদেশ ব্যাপি আন্দোলন ছড়িয়ে পড়লে ৭ জানুয়ারী এক তরফা ডামি নির্বাচন প্রতিহত করতে সিরাজগঞ্জ জেলার শহর ও প্রত্যন্ত অঞ্চলে হরতাল, অবরোধে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ৩৬ জুলাই ছাত্র জনতার গণ আন্দোলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি মুঠোফোনের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলন তরান্বিত করতে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যমে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে আহবান করা হয়।

ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর হুমকি, ধামকি উপেক্ষা করে সামনের সারি থেকে নেতৃত্ব প্রদান করা, হাসিনা সরকার পতনের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে জনগণের আস্থা অর্জনের জন্য মাঠে অনবরত কাজ করে যাওয়া।

শিক্ষাগত যোগ্যতা:- এম.এ, এল.এল.বি,  পেশা:- ব্যবসা

💢সামাজিক কার্যাবলি:-
রাজনীতির পাশাপাশি সিরাজগঞ্জের বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ চলমান। সিরাজগঞ্জ পৌরসভার স্কুল, কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং মসজিদ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি / সদস্য, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি, সিরাজগঞ্জ নজরুল একাডেমী, ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য, একক সংঘ ও প্রভাতী সংঘ এর সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সাবেক পরিচালক, মওলানা ভাসানী স্মৃতি সংসদের সদস্য, মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালনরত।

💢ব্যক্তিগত বিবরণ :
পিতার : মরহুম মির্জা মোরাদুজ্জামান (সাবেক জাতীয় সংসদ সদস্য) মাতার : মনোয়ারা বেগম স্ত্রী : আসমা জামান(চাকুরি জীবি) সন্তান : দুই ছেলে জ্যেষ্ঠ পুত্র : মির্জা মাহিম জামান কনিষ্ঠ পুত্র : মির্জা মাহাদী জামান জন্ম তারিখ : ০১-০১-১৯৭৪ খ্রি: বৈবাহিক অবস্থা : বিবাহিত জাতীয়তা : বাংলাদেশী ধর্ম : ইসলাম বর্তমান ও স্থায়ী ঠিকানা : জি.এম হিলালী রোড, ধানবান্ধি উত্তর(ধানবান্ধি), সিরাজগঞ্জ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন