বিশেষ প্রতিবেদকঃ
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জনবল সংকটে ভুগছে। এ সংকটে দাপ্তরিক কার্যক্রমসহ শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ গত ২১ জুলাই বদলী হন। এ বদলি জনিত কারণে ওই পদ এখন শূন্য রয়েছে। তবে এ পদে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে নানা জটিলতায় স্থবির হয়ে পড়ছে শিক্ষা কার্যক্রম।
এছাড়া উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার ৬টি শূন্য পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ১ জন এবং অফিস সহকারী ৪ জনের মধ্যে ২জন। এ উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর পদও শূন্য। এদিকে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলা চরাঞ্চলের ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৫০ জন শিক্ষক ও প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর তদারকির দায়িত্বে রয়েছেন ওই ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। স্থানীয় শিক্ষকরা বলছেন, বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে সার্বিক ব্যবস্থাপনা এখন ভেঙে পড়েছে। তদারকির অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অভাবে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার এসব বিদ্যালয় নিয়ে ৫টি ক্লাস্টার গঠিত। মাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসারে পদ ৬ শূন্য থাকায় সমন্বয় সভায় কাক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। এ বিষয়ে (ভারপ্রাপ্ত) উপজেলা শিক্ষা অফিসার বলেন, পদ শূন্য থাকলেও অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত চেষ্টা করা হচ্ছে। তবে শিক্ষার গুণগত মানোন্নয়নে শূন্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো ভালো হবে এবং দাপ্তরিক কাজেও অগ্রগতি হবে। জেলা শিক্ষা অফিসার মো: হারুন অর রশীদ বলেন, উক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার পদসহ অনান্য শূন্য পদ পূরণে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত শূন্য পদ পূরণ হবে বলে তিনি উল্লেখ করেন।