22
কাজিপুরে বিধবার নার্সারির নারীর গাছ কর্তন
প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুরে এক বিধবা নারীর লিজের জমিতে উৎপাদন করা প্রায় সাত হাজার নার্সারির গাছ কেটে ফেলা হয়েছে। ওই জমির মালিক গাছগুলো কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জানা যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের সুমার আলীর ছেলে আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত গোলাম সরোয়ারের স্ত্রী সুফিয়া কামরুনের কাছ থেকে ২২ শতক জমি লিজ নেয়। লিজ নিয়ে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী শিউলি খাতুন মিলে চারা গাছ উৎপাদনের নার্সারি করেন। গত বছর হঠাৎ আব্দুর রাজ্জাক মারা গেলে নার্সারির হাল ধরেন শিউলি খাতুন। তার স্বামী মারা যাবার কিছুদিন পর থেকেই জমি ফিরে নিতে তোরজোর শুরু করেন সুফিয়া কামরুন। এতে কিছুদিন সময় চায় শিউলি খাতুন। হঠাৎ আজ সকালে শিউলি খাতুন জানতে পারেন তার নার্সারির গাছ সব কেটে ফেলেছে।
শিউলি খাতুন জানান আমি বারবার অনুরোধ করে সময় চেয়েছি কিন্তু আমাকে সময় না দিয়ে আমার লাগানো গাছ কেটে ফেলেছে, প্রায় সাত হাজার গাছ ছিল আমার নার্সারিতে যার বাজার মুল্য চার পাঁচ লাখ টাকা, আমি আপনানাদের মাধ্যমে এই ক্ষতি পুরন চাই৷
এদিকে ঘটনা স্বীকার সুফিয়া কামরুন জানান,আমার জমি আমার গাছ, আমি নিজেই কেটেছি,আমার জমি অনেকবার ছেড়ে দিতে বলেছি,তারা জমি ছারে না তাই আমি নিজেই গাছ কেটেছি৷
কাজিপুর উপজেলা উপ কৃষি কর্মকর্তা বাবুল আহমেদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।