বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,ত্যাগী ও সাহসী সা্ংবাদিক শরীফুল ইসলাম ইন্না ভারতের চেন্নাই এর একটি হাসপাতালে অপারেশন করবেন তার অতি দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১২ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি অন্যতম সদস্য নূরুল ইসলাম বাবু, যুগ্ম – সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মিলন সেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,
এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান,সাপ্তাহিক লালপাতা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কালা। পরিবারের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার ভাই জিন্নাহ সরদার, এবং শরিফুল ইসলাম ইন্নার একমাত্র ছেলে শাফিন আহমেদ জিসান উপস্থিত ছিলেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সদস্য সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য রফিউল আলম বাবুল তালুকদার, মোঃ হোসেন আলী (ছোট্ট),ছাম্মি আহমেদ আজমীর, মোঃ আশরাফুল ইসলাম জয়, মোঃ দিল, শিবলী রহমান শিপু, ইউসূফউজ্জামান ইমরান
ইয়াসির আরাফাত ইশান, জুবায়ের আল ইসলাম সেজান,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুয়াজ্জেম হোসেন।