এই মর্মে সিরাজগঞ্জ জেলার সকল অধিবাসীর অবগতির জন্য জানান যাচ্ছে যে, সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা সিরাজগঞ্জ জেলার যে সকল অধিবাসীগণের সন্তানাদি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি/অধ্যায়নরত তাদের মাঝে “ছাত্র বৃত্তি” প্রদানের উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্র সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।
আবেদন সরাসরি বা ই-মেইল এড্রেসে জমা দেওয়া যাবে।
আবেদন আরম্ভের তারিখ: ১২-০৮-২০২৫ইং
* আবেদনের শেষ তারিখ: ১১-০৯-২০২৫ইং
আবেদন প্রেরণের ঠিকানা: সভাপতি, সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা সিরাজগঞ্জ ভবন, প্লট নং-৬/৩, সেকশন-২, মিরপুর হাউজিং এস্টেট, ঢাকা-১২১৬,
মোবাইল: ০১৩০০-২৭৬৫২৪. ই-মেইল: info@szsdhaka 1984.com ওয়েবসাইট: www.szsdhaka1984.com
সৈয়দ মনিরুজ্জামান (সাধারণ সম্পাদক)
সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা।
ইঞ্জিনিয়ার এস. আর তালুকদার (সভাপতি)
সি-৪৫৩৮/২৫ (৩১২)
সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা