স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান মঙ্গলবার রাত্রি সাড়ে ৯টায় আগমনের সময় তাকে “তৃণমূলের সংবাদ ডটকম” পরিবারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, অনলাইন দৈনিকটির সম্পাদক এবং পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী এ্যাড. শহীদুল ইসলাম সরকার। এসময় পত্রিকার সোস্যাল মিডিয়া ডেস্ক ইনচার্জ নাহিয়ান ইসলাম, আইটি ডিভিশনের জাকারিয়া হোসাইন উপস্থিত ছিল। মির্জা মোস্তফা জামানের সাথে ছিলেন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
“তৃণমূলের সংবাদ ডটকম” সম্পাদক এ্যাড. শহীদুল ইসলাম সরকার আগত অতিথি মির্জা মোস্তফা জামান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সিরাজগঞ্জ বাসী আশা করেন মির্জা মোস্তফা জামান তাঁর মরহুম পিতা মরহুম মোরাদুজ্জামানের সুযোগ্য উত্তরসূরী হিসাবে গণ-মানুষের মধ্যে “নিজের স্থান” করে নিতে সক্ষম হবেন।
মির্জা মোস্তফা জামান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, তিনি আশা করেন “তৃণমূলের সংবাদ ডটকম” তৃণমূলের মানুষের সুখ দুঃখ এবং জীবনযাত্রার কথা তুলে ধরতে সক্ষম হবে। তিনি “তৃণমূলের সংবাদ ডটকম” এর অগ্রগতি এবং সম্পাদকের সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।