প্রতিবেদক: এ্যাডঃ মিঠুন রহমান
অদ্য ২৯ আগস্ট ২০২৫: ইং তারিখ রোজ শুক্রবার
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঐতিহাসিক চলন বিল ভ্রমণের আয়োজন করা হয়। এ ভ্রমণে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার, সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ কায়সার আহমেদ লিটন এবং সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মাসুদুর রহমান মাসুদসহ সমিতির অসংখ্য সম্মানিত সদস্য অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন – বিজ্ঞ আইনজীবী শামীমা ইয়াসমিন রীমা, আব্দুল জব্বার, হামিদুল হক দুলাল, মাহবুব এ খোদা টুটুল, হাদিউজ্জামান হাদী, সাইফুল ইসলাম, জাহিদা সুলতানা বিথী, আব্দুল হান্নান, নুর আলম সিদ্দিকী, দীন আমিন দীনু, আব্দুল লতিফ সরকার, আব্দুল লতিফ আকন্দ, রফিক আকন্দ, হুমায়ুন কবির কর্নেল, কামাল পারভেজ, নজরুল ইসলাম ৩, সলিমুল্লা শামীম, নাসির উদ্দিন, কাজলি মিনজী, শহিদুল ইসলাম শাহীদ, আব্দুল্লাহ বাচ্চু, রবিউল হাসান চপল, শাহিনা পারভীন, রকিবুল ইসলাম খান রাকিব, রবিউল আলম শেখ, এনামুল হক, রাহুল কুমার, মুজাহিদ বিন রহমান মিঠুন, জুবায়ের হোসেন, সাইফুল্লাহ তাড়াশী, রুবেল হোসেন, সোহেল খান, সোলাইমান হোসেন মুন্না, আসলাম হোসেন, হেদায়েতুল ইসলাম হীরা, শিক্ষানবীশ আইনজীবী আহমদ আলী বাবু, সমিতির একাউন্টস অফিসার খন্দকার রানা এবং অফিস সহকারী মোঃ আলামিন শেখ ও লিটন মির্জা।
ভ্রমণকারীরা তাড়াশ থানাধীন ৮ নম্বর ব্রিজ থেকে নদীপথে যাত্রা শুরু করেন। সারাদিন চলন বিলের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আনন্দঘন এ ভ্রমণের সমাপ্তি ঘটে দুপুরে আয়োজিত প্রীতিভোজের মধ্য দিয়ে।
এই ভ্রমণকে ঘিরে আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহ। এটি শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে