বিশেষ প্রতিবেদকঃ
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তারা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৭), ব্রাম্মনবাড়িয়ার উলচাপাড়া উপজেলার উলচাপাড়া সদর গ্রামের মনো মিয়ার ছেলে আহাদ (৩০) ও একই জেলার মিরাশাড়ি উপজেলার মিরাসানি মধ্যোপাড়া গ্রামের মৃত আব্দুল মোন্নাফ ভূইয়ার ছেলে চালক বশির মিয়া (৩৩)। ওই অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উল্লেখিত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী রেইডিং একটি টিম অবস্থান করে। এ সময় ঢাকার যাত্রাবাড়ী থেকে দিনাজপুরগামী একটি প্রাইভেটকার বিশেষ সিগন্যালে থামানো হয় এবং এ কারে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদকঃ এস,এম তফিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, আলোকিত বাংলাদেশ।
6
পূর্ববর্তী পোস্ট