Home » সিরাজগঞ্জে ১৫টি কেউটে সাপ পিটিয়ে হত্যা এলাকায় আতংক

সিরাজগঞ্জে ১৫টি কেউটে সাপ পিটিয়ে হত্যা এলাকায় আতংক

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউতা গ্রামে এক কৃষকের বাড়ি থেকে ১৫টি
কালো কেউটে সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় আতংকের
সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের কৃষক আব্দুল লতিফ তার
বাড়ির আঙ্গিনায় গর্তের সৃষ্টি হয় বেশ কয়েকদিন আগে। বুধবার বিকেলে এ
গর্তের কাছে একটি কালো কেউটে সাপ চলাচল করতে দেখা যায়। এতে ওই বাড়ির
লোকজনের মধ্যে আতংকের সৃষ্টি হয়। এ সময় ¯’ানীয় লোকজন ওই গর্তের কাছে
যায় এবং গর্তটি খুঁড়ে ১৫টি কালো কেউটে সাপ উদ্ধার করে পিটিয়ে মেরে
ফেলে। এ বিষয়ে একজন বন কর্মকর্তা বলেন, ওই সাপটি সম্ভব্যত আহারের জন্য
বাইরে বের হয়েছিল। সাপ আক্রান্ত না হলে কাউকে কামড়ায় না। পরিবেশের ভারসাম্য
রক্ষায় সাপেরও ভূমিকা রয়েছে। এছাড়া যেকোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ
এবং এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন