Home » সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর দাফনের চেষ্টা স্বামী গ্রেপ্তার!

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর দাফনের চেষ্টা স্বামী গ্রেপ্তার!

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
স্ত্রীকে হত্যার পর জানাযা শেষে দাফনের চেষ্টার সময় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ
নির্মম ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর জাজুরিয়া গ্রামে।
গ্রেফতারকৃত স্বামী আরব আলী (৩৬) ওই গ্রামের দানেজ আলীর ছেলে। এ ঘটনায়
এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে। চৌহালী থানার ওসি আব্দুল বারিক এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত আরব আলী টাঙ্গাইলের নাগোরপুর উপজেলা
চেতুয়াজানি গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে আরজিনাকে (৩০) বিয়ে করে প্রায় ১৩ বছর
আগে। প্রায় ২ বছর আগে পরকীয়া প্রেমে একই এলাকার সপ্না নামে এক মেয়েকে
বিয়ে করে আরব আলী। এ বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্ধ চলে আসছিল। অবশেষে
গত ৩ মাস আগে লক্ষাধিক টাকা দিয়ে ওই স্বামী দ্বিতীয় স্ত্রীকে ডির্ভোস দেয়া হয়
এবং এ টাকাও দিয়েছিল প্রথম স্ত্রীর পরিবারের পক্ষ থেকে। এ নিয়ে আবারো স্বামী স্ত্রীর
মধ্যে দ্বন্ধ চলছিল। এরই জের ধরে শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।
একপর্যায়ে স্বামী তার স্ত্রী আরজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং গভীর রাতে তার
পরিবারের লোকজনকে জানানো হয় আরজিনা স্ট্রোক করেছে। একপর্যায়ে পরিবারের
লোকজনের সামনেই তার স্ত্রীর মাথায় পানি ঢালা হয় এবং আরজিনার পরিবারকে জানানো
হয় আরজিনা স্ট্রোক করে মারা গেছে এবং দুপুরের দিকে তার জানাযা শেষে ¯’ানীয়
কবর¯’ানে দাফনের জন্য নিয়ে যা”িছল তার লাশ। এ সময় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ
কবর¯’ান এলাকায় গিয়ে লাশ দাফনে নিষেধ করে এবং স্বামীকে থানায় নিয়ে আসা হয়
এবং পুলিশের জিজ্ঞাসাবাদে আরব আলী এ ঘটনার বর্ণনা দেয় এবং স্ত্রীকে শ্বাসরোধে
হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। এ ঘটনায় পরে তাকে গ্রেফতার করা হয় এবং
পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ
ব্যাপারে নিহতের চাচা বাদশ্ধাসঢ়; মিয়া বাদী হয়ে স্বামীসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে
সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। চৌহালী থানার মামলা নং ০২ তাং ০৫.১০.২০২৫ ইং।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন