বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজি চাপায় পথচারি বেলাল হোসেন মাস্টারের (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের অধিবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে বেলাল হোসেন ওই বাজার এলাকায় রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে রাস্তার ওপর পড়ে যায় এবং পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজি তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জে সিএনজি চাপায় পথচারির মৃত্যু
4
পূর্ববর্তী পোস্ট