Home » সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

1 মন্তব্য 19 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা মুন্না সরকারকে বহিষ্কার করা হয়েছে। সে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিল। উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান এবং সদস্য সচিব তানভীর ইসলাম স্বাক্ষরিত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রদল নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বলেন, সম্প্রতি একজন সাংবাদিককে অপহরণ করে মারপিটের বিষয়ে অবগত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত করে উপজেলা ছাত্রদল। এরপর সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের বিভিন্ন অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এরই জের ধরে ওই সাংবাদিককে অপহরণ করে মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। পরবর্তীতে সাংবাদিকের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন এবং সেনাবাহিনীর পদক্ষেপে তাকে বাড়িতে ফিরিয়ে দেয়া হয়।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

1 মন্তব্য

Rubel Talukder 12/09/2025 - 12:48 AM

আমি মোঃ রুবেল তালুকদার, সাংবাদিক, দৈনিক জনতার আলো।
গত ১৭ই আগস্ট শুধুমাত্র একটি সংবাদকে কেন্দ্র করে আমাকে অপহরণ করা হয়েছিল। অপহরণের সময় আমার মনে হয়েছিল, হয়তো মিটফোর্ড হাসপাতালের ঘটনার মতো কিছু ঘটে যেতে পারে আমার সাথেও। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতার কারণে আমি আজ জীবিত থেকে সত্যকে তুলে ধরতে সক্ষম হয়েছি।

বাংলাদেশের সকল গণমাধ্যমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিকের ঘটনা প্রকাশ করেছেন বলেই অভিযুক্ত ব্যক্তিরা পুনরায় আমাকে ক্ষতি করার সাহস পায়নি।#তারেকরহমান
#BNP
#BangladeshArmy
#RAB
#BangladeshPolice
#আইনশৃঙ্খলাবাহিনী
#DailyJanatarAlo
#JournalistSafety
#FreedomOfPress
#StopAbduction
#JusticeForJournalists
#Bangladesh
#SaveJournalists

রিপ্লাই

কমেন্ট লিখুন