Home » সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির ধুম

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির ধুম

পূজা উপলক্ষে কঠোর ব্যবস্থা

0 মন্তব্য গুলি 11 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা লক্ষে বিভিন্ন স্থানে প্রতিমা তৈরির ধুম পড়েছে। এ প্রতিমা তৈরীতে কারিগররা এখন ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যেই এ প্রতিমা বিক্রিও শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন গ্রামের পালপাড়াতে কয়েক সপ্তাহ ধরে এ প্রতিমা তৈরী শুরু হয়েছে। এ প্রতিমা তৈরীর কাজও প্রায় শেষের দিকে। বিশেষ করে কামারখন্দ উপজেলার কয়েকটি গ্রামের পালপাড়াতে এ প্রতিমা তৈরীর ধুম পড়েছে বেশি। তবে প্রতিবছরই কারিগররা এ প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত হয়ে থাকে এবং জেলার বিভিন্ন স্থানে কারিগররা দিনরাত লক্ষ্মী, গণেশ, দুর্গা, কার্তিক ও সরস্বতীর প্রতিমা তৈরি করছেন। এ কাজে বিভিন্ন শ্রেণীর মানুষও অংশগ্রহণ করছেন। এছাড়া বগুড়া, পাবনা ও রংপুর থেকেও কারিগর আনা হয়েছে। ইতিমধ্যেই প্রতিমার রঙ ও সাজসজ্জার কাজ চলছে। এসব কারিগরদের সাড়ে ৮’শ টাকা থেকে ১২’শ টাকা পর্যন্ত দিনমজুরি দেয়া হচ্ছে। এসব তৈরীকৃত প্রতিমা বিক্রিও শুরু হয়েছে। দাম ভালো থাকায় এবার প্রতিমা তৈরীর কারখানার মালিকরাও খুশি। এদিকে জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি হিরক গুন বলেন, এবার জেলায় ৫ শতাধিক পূজা মন্ডপের প্রস্তুতির কাজও চলছে। ইতিমধ্যেই স্ব স্ব এলাকার পূজা উদযাপন কমিটি প্রস্তুতিও নিয়েছে। মহাষষ্ঠীর মধ্যে দিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপূজা শুরু হবে। এ বিষয়ে ডিআইও ওয়ান (ডিএসবি) আনোয়ার হোসেন বলছেন, এবার পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের টিম গঠন করা হয়েছে। এসব গঠিত বিশেষ টিম টহল ও কঠোর নিরাপত্তায় কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। প্রতিবেদকঃ এস,এম তফিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, আলোকিত বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন