Home » সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না আর নেই

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না আর নেই

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হান (৭১) আর নেই। রোববার ভোর রাতে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর বাড়ি ফেরেন। রোববার গভীর রাতে আবারো তিনি অসুস্থ্য হয়ে পড়েন এবং তাকে ওই হাসপাতালে নেয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। বাদ আসর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে পৌর কেন্দ্রীয় রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হয়েছে। উল্লেখ্য, তিনি শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। তিনি ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধেঅংশগ্রহণ করেন এবং তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছিলেন। সাংবাদিক পেশার সাথে কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন তিনি।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন