Home » সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ৩

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। তারা হলেন, পাবনা সদর উপজেলার রাধানগর গ্রামের আমিনুল ইসলাম রনি (৪৫), দোহারপাড়া গ্রামের রাশেদ রানা (৪২) ও সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মজিদ মন্ডল (৪৮)। র‌্যাব-১২’র মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ঢাকা-নাটোর মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৭ পিচ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ২২০ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন