বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে সরকারি নিয়ম উপক্ষো করে কৃষি জমিতে রিয়া অটো রাইচ মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও র্যাব ১২ এর সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন বলেন, উক্ত অটো রাইস মিল বন্ধ না হলে অটোমিলের বিষাক্ত কালো ধোঁয়ার কারণে এলাকার পরিবেশ বিনষ্ট হবে এবং মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এ উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলি জমিতে গড়ে উঠে বিসমিল্লাহ অটো রাইস মিল। এ মিলের নির্মাণ কাজ বন্ধের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগও দাখিল করা হয়েছিলো। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের যোগসাজশে নাম পরিবর্তন করে রিয়া অটো রাইস মিলকে পরিবেশ ছাড়পত্র ও তিন ফসলী জমিতে পুকুর খননের অনুমতি দেয়া হয়। তিন ফসলী জমিতে গড়ে ওঠা পরিবেশ বিধ্বংসকারী প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র বাতিল ও ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা রুবেল সরকার, আব্দুল মান্নান, মোমিন মিয়া, বাবু সেখ, আবু ওয়াজেদ সরকার প্রমুখ। এ মানববন্ধনে ভুক্তভোগী কৃষক ও নারী পুরুষ অংশ গ্রহণ করেন। ইতিপূর্বে ওই মিলের বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার অভিযোগ আনা হয়। এ অভিযোগে রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁও এ পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক বিভাগ ওই এলাকার কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
সিরাজগঞ্জে ফসলী জমিতে রাইচ মিল বন্ধের দাবিতে মানববন্ধন
5
পূর্ববর্তী পোস্ট