সিরাজগঞ্জে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অপরাধে সুলতান মাহমুদ নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড সহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামীর উপস্থিতিতে এই রায় দেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামী সুলতান মাহমুদ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানা যায়, গত ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি মারুফা খাতুনকে প্রতিবেশি সুলতান মাহমুদের বাড়ির আঙ্গিনায় গোবর ভাঙ্গতে থাকে, এসময় সুলতান মাহমুদ তাকে একা পেয়ে জোরপূর্বক ভাবে নিজ কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে ৪ দিন পর ১২ই ফেব্রুয়ারি ঐ কিশোরীর বাবা আব্দুল মান্নান কামারখন্দ থানায় বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় তদন্ত, স্বাক্ষ্য গ্রহন ও দীর্ঘ শুনানি শেষে আজ সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক এই রায় দেন।