Home » সিরাজগঞ্জে নও মুসলিম বৃদ্ধের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নও মুসলিম বৃদ্ধের লাশ উদ্ধার

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকড়া গ্রামে নও মুসলিম বৃদ্ধ মুকুলের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার ঘুরকা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থানার ওসি কে.এম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ২ যুগ আগে মুসলিম ধর্ম গ্রহণ করে পূর্ব পাইকড়া গ্রামের গোলকজানকে বিয়ে করেন ওই বৃদ্ধ। গোলকজানের আগের পক্ষের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। শনিবার দুপুরে মুকুলের মৃত্যুর বিষয়ে প্রথমে মাইকিং করা হয় এবং লাশের গোসল করানোর সময় গলায় দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের পরিবারের দাবী তিনি একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন