Home » সিরাজগঞ্জে গার্ডকে গাছের মগডাল থেকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সিরাজগঞ্জে গার্ডকে গাছের মগডাল থেকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

জ্বীনের আচর বলে কথা

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এক অলৌকিক ঘটনা
ঘটেছে। বৃহস্প্রতিবার ভোর রাতে নাইটগার্ড সেলিমকে এক বটগাছের
মগডালে তুলে রেখেছিল জ্বীন। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি
হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত এলাকার শ্যামপুর গ্রামে সেলিম রেজা ওই
বাজারে নাইটগার্ডর চাকরি করতো দীর্ঘদিন ধরে। তার উপর প্রায় দীর্ঘদিন ধরে
জ্বীনের আচরের ঘটনা ঘটেছে এবং মাঝে মধ্যেই তার সাথে এমন অলৌকিক
ঘটনা ঘটে। বুধবার রাতে সেলিম যথারীতি নাইট ডিউটি করছিলেন।
বৃহস্প্রতিবার ভোররাতের দিকে তাকে এক ভয়ংকর জ্বীন গাছের মগডালে তুলে রেখে
যায়। ¯’ানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা¯’লে এসে তাকে উদ্ধার করে। ওই
নাইটগার্ড সাংবাদিকদের বলেন, ভয়ংকর কালো বিশাল লম্বা কি যেন এগিয়ে
আসছিল। এ সময় কোথাও যেতে পারছিলাম না। আমার গলা ধরে ওই গাছের
মগডালের উপর রেখে চলে যায়। তারপর আমি কানে শুনতে পারছি কিš‘ কথা বলতে পারি
নাই। এ বিষয়ে ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান বলেন, ওইদিন রাতে
নাইটগার্ডকে গাছের উপর জ্বীন হোক পরী হোক গাছের মগডালে তুলে রেখেছে
মর্মে সংবাদ দেয়া হয়। ঘটনা¯’লে গিয়ে দেখা যায় ওইগাছের ডালের উপর ওই
নাইটগার্ড শুয়ে আছেন এবং তাকে প্রায় অজ্ঞান অব¯’ায় উদ্ধার করা হয়। এ সময়
তারা ফুফু এসে পানি পড়া দিলে সে ভালো হয়ে ওঠে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন