Home » সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 0 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ মধ্যপাড়া গ্রামের শাহিন আলম (৩০) ও শ্রীকৃষ্ণপুর উত্তর পূর্ব পাড়া গ্রামের আমিরুল ইসলাম (৪৫)। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের ১টি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন