ছোটপর্দার নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি, অভিনয়ের ব্যস্ত রুটিন থেকে সামান্য বিরতি নিয়ে এবার তিনি সময় কাটাচ্ছেন কানাডায়। তবে এই অবকাশযাপন শুধু ছবি তোলা কিংবা ঘোরাঘুরিতে সীমাবদ্ধ ছিল না, তিনি চ্যালেঞ্জ নিয়েছেন নিজের সাহসকেও। কানাডার মন্ট্রিয়াল বাঞ্জি জাম্পিং স্পট। সেখানেই নিজের জীবনের প্রথম বাঞ্জি জাম্প দিয়েছেন হিমি। উচ্চতা ২১০ ফুট। লাফ দেওয়ার আগমুহূর্তে ভয়ে একরকম কাঁপছিলেন তিনি। নিজেই বলেছেন, ‘পারব না পারব না করেই শেষ পর্যন্ত লাফ দিয়েছি। তবে অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশেল।’ শুধু বাঞ্জি জাম্প নয়, কানাডার বিভিন্ন লোকেশনে ফটোশুটেও মগ্ন হয়েছেন হিমি। কখনো রোদচশমা পরে কাফেতে, কখনো সেলফি তুলছেন টরন্টোর রাস্তায়, আবার কখনো প্রকৃতির মাঝে চুপিচুপি দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন। খোলা চুল, মিষ্টি হাসি আর ক্যাজুয়াল লুক, সব মিলিয়ে হিমির ছুটির দিনগুলোর ছবিগুলোতেও যেন তার তারকাখ্যাতির ছাপ স্পষ্ট। ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার আলোচনায় আসেন হিমি। সেখান থেকেই নাটকে পা রাখা, আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। গত কয়েক বছর ধরে তিনি কাজ করছেন দেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন হিসেবে। নানা ঘরানার চরিত্রে দর্শক তাকে গ্রহণ করেছেন উষ্ণভাবে।
“সুত্র: বাংলাদেশ প্রতিদিন”