বিশেষ প্রতিনিধিঃ
রেলের শহর খ্যাত সিরাজগঞ্জের বাহিরগোলা-রাণীগ্রাম রাস্তায় কাটাখালির শতাধিক বৎসরের অধিক সময়ের পুরাতন ব্রিটিশ শাসন আমলে নির্মিত রেলসেতু কালের স্বাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। পড়ে আছে অযত্ন অবহেলায়, যেন নেই কোন ওয়ারিশ। হারিয়ে ফেলেছে তার জৌলুস।
অথচ সিরাজঞ্জের বাহিরগোলায় নির্মিত এই নান্দনিক সেতুটি শহরবাসীর জন্য দর্শনীয় স্থাপনা হিসাবে প্রতিদিন সহস্রাধিক লোক দেখতে আসতো। রেলওয়ে বিভাগ ও প্রতিনিয়ত সেতুটির খোঁজ খবর রাখতো, করতো সংস্কারের ব্যবস্থা। কিন্তু দীর্ঘদিন যাবৎ রেলসেতুটি হয়ে পড়েছে অভিভাবক শূণ্য। ব্রীজটি বাহিরগোলা কাটাখালি খালের উপর নির্মিত হলেও ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে এই ব্রীজের নীচ দিয়ে চলাচল করত অনেক বড় বড় জাহাজ ও নৌকা। রেলসেতুটির বিশেষত্ব ছিল এই যে, ব্রীজটির নীচ দিয়ে বড় কোন জাহাজ বা নৌকা অতিক্রমের সময় দুই পার্শ্বের সুইচ টিপলে বিশাল একটি মধ্যাংশে সেতুটি বিভক্ত হয়ে যেত। বড় জাহাজ বা নৌকা “রেলসেতুটির এলাকা অতিক্রম শেষ হলে” আবার সুইচ টিপলে রেলসেতুটি সমান্তরাল হয়ে যেত।
কিন্তু বর্তমানে রেলসেতুটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, নাই কোন সংস্কার। যা সত্যিই মানব হৃদয়ে আবেগের ঝড় তুলবে। সচেতন জনতার প্রশ্ন, এই রেলসেতুটি শুধুমাত্র কালের স্বাক্ষী হিসাবে দাঁড়িয়ে থাকবে, নাকি থাকবে সিরাজগঞ্জের গণ-মানুষের মানব হৃদয়ে?