Home » মৌসুমী আক্তার সালমা: ‘বোকা মন’ থেকে ‘নন্দিনী’, ভিন্ন ঘরানার গানেই মন গেঁথেছে শ্রোতারা

মৌসুমী আক্তার সালমা: ‘বোকা মন’ থেকে ‘নন্দিনী’, ভিন্ন ঘরানার গানেই মন গেঁথেছে শ্রোতারা

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা সম্প্রতি অনলাইনে প্রকাশিত দ্বৈত গান ‘বোকা মন’-এর পাশাপাশি ‘নন্দিনী’ সিনেমায় গান গেয়েছেন। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে তিনি সমকালকে জানান, শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছেন।

‘সানাই’ গানটিতে তিনি বলেন, “অসম্ভব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। শুভ ভাইয়ের [কাজী শুভ] সঙ্গে এটি আমাদের প্রথম গান। এক মিলিয়নের বেশি দর্শক এটি দেখেছেন। গানটি মজার এবং ভিডিওও সুন্দর হয়েছে। শ্রোতারা কথার গানটি বেশ পছন্দ করেছেন।”

সিনেমায় গান কম হওয়ার কারণ সম্পর্কে সালমা বলেন, “এই সময়ে সিনেমার সংগীত পরিচালকদের সঙ্গে আমার খুব যোগাযোগ নেই। অতীতে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহাসহ অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছি। তবে বর্তমান সময়ে প্রস্তাব কমে গেছে। আমি অডিও বাজার ও স্টেজ শোতে বেশি ব্যস্ত।”

banner

লক্ষ্যভেদী গান করার বিষয়ে তিনি বলেন, “শিল্পী হিসেবে কোনো গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। তাই লোকগানের পাশাপাশি আধুনিক, রক ফিউশনসহ নানা ধরনের গান করছি। এতে শ্রোতারা মুখ ফিরিয়ে নেননি; বরং অনুপ্রেরণা পেয়েছেন।”

ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল বা সমালোচনার প্রসঙ্গে সালমা মন্তব্য করেন, “ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখা উচিত। তারকা হলেও কাজকে সম্মান করা প্রয়োজন। এটি দেশে ঠিকভাবে হয় না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কম হয়।”

চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, “সংগীতে সব সময় চ্যালেঞ্জ থাকে। দেশের কোনো কিছু হলে সবার আগে গান বন্ধ করা হয়। করোনার সময় শিল্পীদের খুব কষ্ট হয়েছিল। সেই সময়ও মোকাবিলা করেছি এবং আশা করি শিল্পীরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন।”

সালমার নিজস্ব মিউজিক চ্যানেলের প্রসঙ্গে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, চ্যানেলটি ভালো চলছে। নিয়মিত নতুন গান প্রকাশ করছি এবং শ্রোতারা তা গ্রহণ করছেন। সামনে আরও কিছু নতুন গান প্রকাশ হবে।”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন