তৃণমূলের সংবাদ ডেস্ক:
মে ২০২৫-এ পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ১৫০ দিন পর তিনি দাবি করেছেন, ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান—চীনা উৎপাদিত জেএফ-১৭ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬—ধ্বংস করেছে।
শুক্রবার নয়াদিল্লিতে বিমানবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বলছে, একটি দীর্ঘপাল্লার আঘাতের সঙ্গে আরও পাঁচটি ফাইটার জেট—এফ-১৬ ও জেএফ-১৭ ধ্বংস হয়েছে।”
তবে পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি তুললেও কোনো প্রমাণ হাজির করেননি এপি সিং। বরং তিনি উল্টো প্রশ্ন তোলেন, “ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে যদি, তবে পাকিস্তান ছবি দেখাক।” নিজের দেশীয় ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
পাকিস্তান প্রকাশ্যে জানায়, তারা ভারতীয় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘে একে “পিএএফ ফ্যালকনদের নির্ণায়ক বিজয়” হিসেবে তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার দাবি করেন, সাতটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।
ভারতীয় নীরবতা ও সমালোচনা
ভারতীয় প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নিখোঁজ রাফালে যুদ্ধবিমানের বিষয়ে প্রশ্ন তুলেছেন। তবে মোদি সরকার এ নিয়ে কোনো স্পষ্ট জবাব দেয়নি।
প্রমাণ পাকিস্তানের হাতে
যুদ্ধ চলাকালীন ধ্বংস হওয়া ভারতীয় রাফালে ও মিগ-২৯-এর ধ্বংসাবশেষের ছবি বিশ্বমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তান এসব ধ্বংসাবশেষ প্রদর্শন করে নিজেদের দাবি প্রমাণ করার চেষ্টা করছে। অন্যদিকে, ভারতের তরফে এখনো কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।