স্টাফ রিপোর্টার:
মিল্ক ভিটা খামারিদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা না বাড়ালে দুধ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সমবায়ীরা।
গত বৃহস্পতিবার বেলা ১২ টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্ক ভিটার সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ১০ দিনের দিয়ে বলেন, প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বৃদ্ধিসহ চার দফা দাবি না মানলে মিল্ক ভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান এনামুল হক নয়ন প্রমুখ বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্ক ভিটায়। এ কারণেই নানা অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে ৪৫-৫০ টাকা মাত্র। অথচ এ দুধই তারা বিক্রি করছে ১০০ টাকা লিটার। এদিকে ক্রমাগতভাবে গোখাদ্যের দাম বাড়ায় দুধ উৎপাদনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতি লিটারে ৬০ পয়সা করে গবাদি পশুর জাত উন্নতকরণ ও চিকিৎসা বাবদ মিল্ক ভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সিরাজগঞ্জ-পাবনা মিল্কশেড এরিয়ায় প্রতিদিন দুই থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্ক ভিটায় দুধ সরবরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। এর ফলে মিল্ক ভিটা আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে।